সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শবে বরাতের রাতে সিলেটে ঝরল কাতার ফেরত যুবকের লাশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১০, ২০২০, ০২:৫৫ পূর্বাহ্ণ
শবে বরাতের রাতে সিলেটে ঝরল কাতার ফেরত যুবকের লাশ

নিহত ফাহিম আহমদ (২৪)।


নিজস্ব প্রতিবেদক:: পবিত্র শবে বরাতের রাতে সিলেটে ঝরল কাতার ফেরত এক যুবকের লাশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজারে দুর্বৃত্ত কর্তৃক নির্মমভাবে খুন হন ফাহিম আহমদ (২৪)।

নিহত যুবক হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে।

পরিবার সূত্র জানায়, ফাহিম ৩-৪ মাস আগে কাতার থেকে দেশে আসেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার হায়দরপুর গ্রামে বাড়ির পাশে নদীর পাড়ে ফাহিমকে কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বলেন, রাত ১১টার দিকে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১