আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৪৮

লকডাউন অমান্য করায় সিলেটে ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০, ০৬:৫০ অপরাহ্ণ
লকডাউন অমান্য করায় সিলেটে ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা

নিজামুল হক লিটন:: লকডাউন আর যান চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় সিলেটে ২৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে মহানগর পুলিশ।

আজ বৃহস্পতিবার সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক পুলিশের প্রচারণা চলাকালে এসব যানের বিরুদ্ধে মামলা করা হয়।

বিষয়টি সিলেটের বার্তাকে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।

পুলিশ জানায়, নগরীর সুবিদবাজার, তেমুখি ও আম্বরখানা পয়েন্টে অভিযান ও প্রচারণায় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবুল খয়ের, টিআই নিখিল জিবন চাকমা, সার্জেন্ট সুবির তালুকদার, সার্জেন্ট সুজন দেবনাথ, টিএসআই মোঃ ওয়াহেদ ও স্পেশাল টিম-১ অংশগ্রহণ করেন।

নতুন সড়ক পরিবহন আইনে ১৭ টি সিএনজি ও ৩ টি ব্যাটারি চালিত টমটম, ২ টি ব্যাটারী চালিত রিকশা ও ১ টি মোটরসাইকেল ডাম্পিং এর মাধ্যমে পুলিশ লাইন্সে প্রেরণ করা হয়।

আরও পড়ুন:  জামায়াত আমির ডা. শফিক 'আটক'

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১