আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৫৮

করোনা: জুমার জামাত বাসায় হবে তো?

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২০, ০৫:৫৬ অপরাহ্ণ
করোনা: জুমার জামাত বাসায় হবে তো?

ধর্মবার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাস এর সংক্রমণ বিস্তার রোধে জনসমাগম বন্ধে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামাদের সাথে পরামর্শ করে মসজিদে ৫ ওয়াক্তের নামাজে ৫জন এবং জুমার নামাজে ১০জন না হওয়ার নির্দেশনা দিয়েছে ধর্মমন্ত্রণালয়।

যেই নির্দেশকে হেফাজতের আমীর ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফীও শরীয়াহ ভিত্তিক ও যথার্থ বলেছেন।

অনেকের মনে প্রশ্ন জাগছে বাসা-বাড়িতে বা কয়েকজন মিলে জুমার জামাত আদায় করলে হবে কিনা?

এমন প্রশ্নের উত্তর নিয়ে সিলেটের বার্তার এই প্রতিবেদন।

প্রশ্ন: আমাদের জয়েন ফেমিলি৷ পরিবারে নারী পুরুষ মিলে অনেক সদস্য৷ আমি মদরাসায় পড়ি৷ বর্তমান পরিস্থিতিতে মসজিদে যাওয়া এক প্রকার নিষিদ্ধ৷ তাই আমি যদি ফেমিলির সবাইকে নিয়ে বাড়িতে কোনো রুমের ভিতরে খুতবা পড়ে জুম’আ আদায় করি, তাহলে পড়া যাবে কি? পড়লে আমাদের জুম’আর নামায সহীহ হবে কি না?

উত্তর: জুম’আর নামাজ সহিহ হওয়ার জন্য মসজিদ হওয়া জরুরি নয়৷ যেকনো পবিত্র জায়গায় জুম’আসহ সকল প্রকার নামাজ আদায় করা জায়েজ৷ কেননা রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, আমার জন্য সমগ্র জমিনকে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে৷ সহিহ বুখারি, হাদিস নং ৪২৭৷

অবশ্য ইমাম ব্যতিত সর্বনিম্ন তিনজনের জামাতে নামাজ পড়া, খুতবা দেওয়া জুম’আ আদায়ের জন্য শর্ত৷ অতএব যদি তিনের অধিক প্রাপ্তবয়স্ক নামাযী ব্যক্তি নিয়ে খুতবা দিয়ে জুম’আ আদায় করেন, তাহলে জুমা সহীহ হয়ে যাবে। তবে লোক সমাগম বেশি হয়ে যাওয়া থেকে বিরত থাকতে করোনা সংক্রমণ রোধে জুম’আ না করে কয়েকজন মিলে জোহর আদায় করে নেওয়া উচিত৷ ফতহুর বারী শরহে বুখারি, ২/৬৩৫; শরহুল মুনইয়াহ ৫৫১; আলবাহরুর রায়েক ২/১৫১৷

উত্তর দিচ্ছেন- মুফতী মেরাজ তাহসীন, মুফতী: জামিয়া দারুল উলুম দেবগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া৷

 

আরও পড়ুন:  ৩য় ধাপে সিলেটের ১০ উপজেলায় চলছে ভোটগ্রহণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১