আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১:৩৪

শায়খ যিয়া উদ্দিন জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০, ০৭:০৭ অপরাহ্ণ
শায়খ যিয়া উদ্দিন জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত

সিলেটের বার্তা রিপোর্ট:: শতাব্দীর প্রাচীণ ইসলামি রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের আল্লামা শায়খ যিয়া উদ্দিন।

আজ বুধবার (০৮এপ্রিল) সন্ধ্যায় সিলেটের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন।

সিলেটের বার্তার সাথে মুঠোফোনে আলাপকালে জমিয়তের এই নেতা বলেন, আগামী জাতীয় কাউন্সিল পর্যন্ত জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সভাপতির দায়িত্বে থাকা শায়খ যিয়া উদ্দিনকে দলের মহাসচিবসহ নীতি-নির্ধারকদের সিদ্ধান্তের ভিত্তিত্বে তাকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।

আল্লামা শায়খ যিয়া উদ্দিন সিলেটের বিয়ানীবাজারের জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর এর মহাপরিচালক ও সিলেট জেলা জমিয়তের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল মুমিন শায়খে ইমামবাড়ি বুধবার (০৭এপ্রিল) ইন্তেকাল করায় এই পদটি শুন্য হয়ে পড়ে।

 

আরও পড়ুন:  সংঘর্ষের পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১