সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অশ্রুসিক্ত নয়নে বিদায় শায়খে ইমামবাড়িকে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০, ০২:৪৫ অপরাহ্ণ
অশ্রুসিক্ত নয়নে বিদায় শায়খে ইমামবাড়িকে

নামাজে জানাযায় মুসল্লিদের একাংশ। ইনসেটে: আল্লামা আব্দুল মুমিন (রাহ.)। ছবি: সিলেটের বার্তা


সিলেটের বার্তা প্রতিবেদক::  অশ্রুসিক্ত নয়নে বিদায় জানানো হলো দেশের প্রখ্যাত বুযুর্গ, খলিফায়ে মাদানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও জামেয়া দারুল কুরআন সিলেটের শায়খুল হাদিস আল্লামা আব্দুল মুমিন ইমামবাড়িকে।

আজ বুধবার বাদ যোহর হবিগঞ্জের পুরানগাঁও তেলিবিল মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের বড়ছেলে মাওলানা ইমদাদ বিন মোমিন ।

 

উল্লেখ্য, বুধবার (০৮এপ্রিল) রাত সাড়ে ১২টায় হবিগঞ্জের পুরানগাঁও গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০বছর।

তিনি জানান, আমার আব্বা আল্লামা শায়খে ইমামবাড়ি অদ্য রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন।

আল্লামা শায়খে ইমামবাড়ি ছিলেন আওলাদে রাসূল আল্লামা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী রাহ.এর অন্যতম ছাত্র।

তিনি আমৃত্যু বুখারী শরীফের দারস দিয়ে গেছেন।

শোক: আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ির ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলার সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দিন,সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক হাফেয মাওলানা ফখরুয যামান।

তারা হযরতের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১