আন্তর্জাতিক বার্তা:: করোনাভাইরাস থেকে বাঁচতে গিয়ে মারা গেছেন ৬০০ ইরানি। মরণব্যধি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মদ্যপান করে ইরানের
৬০০ জনের বেশি নাগরিকের মৃত্যু হয়েছে৷ একই সঙ্গে মদের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজারের বেশি নাগরিক।
গতকাল মঙ্গলবার ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলির দেওয়া বিবৃতির বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল৷ খবরে বলা হয়, অ্যালকোহল মুক্তি দিতে পারে করোনা থেকে৷ এই বিশ্বাসেই উচ্চ-ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করেন কয়েক হাজার মানুষ৷
গোলাম হোসেন ইসমাইলি বলেন, ‘অ্যালকোহল পান করা মানুষের সংখ্যা খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবন নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে।’
তিনি আরও বলেন, ‘এই অপপ্রচারের সঙ্গে জড়িত প্রচুর লোককে গ্রেপ্তার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।’
এদিকে দেশে করোনা সংক্রমণ মোকাবিলায় প্রথমবার মঙ্গলবার পার্লামেন্টের অধিবেশন ডেকেছে ইরান৷ যেখানে সপ্তম দিনে নতুন সংক্রমণের সংখ্যা কমেছে বলে জানানো হয়েছে৷ বিধানসভার ২৯০ সদস্যের দ্বি-তৃতীয়াংশেরও বেশি সদস্য স্পিকার ও প্রবীণ রাজনীতিবিদ আলি লারিজনীর অনুপস্থিতিতে উপস্থিত হয়েছিলেন৷ ইরানের কমপক্ষে ৩১ জন পার্লামেন্ট সদস্য করোনায় আক্রান্ত৷
এর আগে গত ১০ মার্চ তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত সংবাদে বলা হয়েছিল, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মদপান করে খুজেস্তান ও আলবার্জ প্রদেশে ৪৪ ইরানির মৃত্যু হয়েছে। মিথানলের বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০০ জনের বেশি।
করোনাভাইরাসে বিপর্যস্তের তালিকায় প্রথম সারিতে থাকা ইরানে এই ভাইরাসে আক্রান্ত ৬২ হাজার ৫৮৯ জন৷ আর মারা গেছে ৩ হাজার ৮৭২ জন৷
সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্সে’র পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্য মতে, গত বছরের শেষের দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটির সংক্রমণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ৮২ হাজার ৭৮ জন। সারা বিশ্বে ১৪ লাখ ৩১ হাজার ৬৯১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ দুই হাজার ১৫০ জন।