আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৩৫

ফেঞ্চুগঞ্জের প্রবীণ মুরব্বি হাজী মাহমুদুর রহমানের ইন্তেকাল, আজ জানাযা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৮, ২০২০, ০২:৩০ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্জের প্রবীণ মুরব্বি হাজী মাহমুদুর রহমানের ইন্তেকাল, আজ জানাযা

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ফেঞ্চুগঞ্জর প্রবীণ মুরব্বি হাজী মাহমুদুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

মঙ্গলবার বিকাল ৫টা ৫৫ মিনিটের সময় সিলেট নগরীর শাহজালাল উপশহরস্থ নিজবাসভবনে ইন্তেকাল করেছেন।

মরহুমের নামাজে জানাযা আজ বুধবার সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জের গিলাছড়া স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি ৬ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুম হাজী মাহমুদুর রহমান ছিলেন উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী রাহ.এর মুরীদ।

এছাড়াও উলামা-মাশায়েখদের সাথে ছিল তার হৃত্বিক টান। আলেম-উলামাদের খুব মহব্বত করতেন।

সিলেটে যে কোন সময় নির্বাচনে উলামা-মাশায়েখ মনোনীত প্রার্থী দেয়া হলে মরহুম হাজী মাহমুদুর রহমান তার সমর্থনসহ সকল প্রকার সহযোগিতায় অগ্রণী ভূমিকা রাখতেন।

তার মৃত্যুতে বৃহত্তর সিলেটের আলেম অঙ্গনে শোকের ছায়া নেমে পড়ে।

মরহুমের জানাযার নামাজে ইমামতি করবেন তার বড়ছেলে সিলেটের ইসলামি দাবি-দাওয়া আন্দোলনের অগ্রসৈনিক, বিশিষ্ট রাজনীবিদ ও ব্যবসায়ী,  ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমান সিলেট জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলামা নজরুল ইসলাম।

 

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন সিলেটের ৮১৮ পরিবার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১