আজ বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ২:২৫

৯৩ জনের মৃত্যুর পর জাপানে জরুরি অবস্থা ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০, ০৯:৩৩ অপরাহ্ণ
৯৩ জনের মৃত্যুর পর জাপানে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসে ৯৩ জনের মৃত্যুর পর অবশেষ জাপানে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শিনজো আবে এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছেন।

রয়টার্স জানিয়েছে, জরুরি অবস্থা জারির মাধ্যমে জনগণকে বাড়িতে রাখতে ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী ৬ মে পর্যন্ত রাজধানী টোকিওসহ সাতটি অঞ্চলে এ জরুরি অবস্থা জারি থাকবে।

টেলিভিশনে দেওয়া ভাষণে আবে বলেছেন, ‘সব নাগরিকের জন্য এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের পদক্ষেপ পরিবর্তন করা। আমরা সবাই যদি অন্তত ৭০ শতাংশ কিংবা আদর্শভাবে ৮০ শতাংশ যোগাযোগ অন্যের সঙ্গে কমিয়ে আনতে পারি তাহলে দুই সপ্তাহের মধ্যে সংখ্যা কমিয়ে আনতে পারব।’

আবে সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় ৯৯০ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজও ঘোষণা করেছে। এই প্যাকেজ বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপানের মোট অর্থনৈতিক উৎপাদনের ২০ শতাংশ।

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে টোকিও করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে এক হাজার ২০০ তে পৌঁছেছে। সোমবারের তথ্য অনুযায়ী, দেশটিতেতে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজারে পৌঁছেছে এবং ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:  বিমানবন্দরে করোনা টেস্ট শুরু:দুবাই গেলেন ৪৬ যাত্রী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১