সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বেনজীর হচ্ছেন আইজিপি, র‌্যাবের ডিজি মামুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০, ০৮:৪৪ অপরাহ্ণ
বেনজীর হচ্ছেন আইজিপি, র‌্যাবের ডিজি মামুন

সিলেটের বার্তা ডেস্ক:: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নিযুক্ত হচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক ড. বেনজীর আহমদ।

এদিকে র‌্যাবের মহাপরিচালক হিসেবেও নিয়োগ পাচ্ছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু এই তথ্য নিশ্চিত করেন।

শরীফ মাহমুদ অপু রাইজিংবিডিকে বলেন, শুনেছি প্রধানমন্ত্রীর অনুমোদন হয়েছে। সেটি ডিও আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসবে। এরপরই অর্ডার হবে।

এদিকে পুলিশ সদর দপ্তরের মিডিয়া উইংয়ের প্রধান এআইজি সোহেল রানার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, পুলিশ সদর দপ্তরে এখনো তেমন কিছু আসেনি। তবে আমরা শুনতে পেয়েছি আইজিপি পরিবর্তনের অনুমোদন হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০