আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ১:৪২

নগরীতে এসএমপি পুলিশের সতর্কতামূলক প্রচারণা অব্যাহত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০, ০৭:৩৯ অপরাহ্ণ
নগরীতে এসএমপি পুলিশের সতর্কতামূলক প্রচারণা অব্যাহত

নগরীতে এসএমপি পুলিশের সতর্কতামূলক প্রচারণার একাংশ।

সিলেটের বার্তা প্রতিবেদক:: মরণব্যধি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবং সিলেটের জনসাধারণকে ঘরে রাখতে প্রচারণা অব্যাহত রেখে চলেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

এরই ধারাবাহিকতায় প্রতিনিয়ত চলছে মেট্রোপলিটন এলাকাজুড়ে সতর্কতামূলক প্রচারণা। মানুষের মাঝে জনসচেতনা সৃষ্টির লক্ষে কাজ করছেন মহানগর পুলিশের ৬টি থানার কয়েক শতাধিক পুলিশ সদস্য।

আজ মঙ্গলবার নগরীর কোতোয়ালী মডেল থানা এলাকার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার ও প্রয়োজনে ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) নির্মেলেন্দু চক্রবর্তী, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, থানার সেকেন্ড অফিসার খোকন দাস।

এদিকে মোগলাবাজার এলাকার বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন করে চলাফেরা করার ও প্রয়োজনে ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হল এবং বিকেল পাঁচ টার পর ফার্মেসী ব্যতিত সকল প্রকার দোকান-পাট বন্ধ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা হচ্ছে।

এসময় উপস্থিত মোগলাবাজার থানার সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেনের নেতৃ্ত্বে অনুষ্ঠিত এই জনসচেতনতামূলক প্রচারণায় থানা পুলিশের অন্যান্য সদস্যরাও অংশ নেন।

আরও পড়ুন:  মসজিদ নির্মাণের সঙ্গে যারা আছেন, তারা সদকায়ে জারিয়া পাবেন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১