আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৫৯

করোনা: চিকিৎসার জন্য ৬০ লাখ নার্সের প্রয়োজন: স্বাস্থ্য সংস্থা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০, ১২:০৪ অপরাহ্ণ
করোনা: চিকিৎসার জন্য ৬০ লাখ নার্সের প্রয়োজন: স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা প্রদানের জন্য সারাবিশ্বে এখনো ৬০ লাখ নার্সের প্রয়োজন বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনায় এখন পর্যন্ত প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন ১৩ লাখেরও বেশি। এমন পরিস্থিতিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বৈশ্বিক স্বাস্থ্যসেবা। ইতোমধ্যে বিশ্বে এখনো ৬০ লাখ নার্সের প্রয়োজন বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নার্সিং নাউ এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অব নার্সেস (আইসিএন) সহ জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তৈরি একটি প্রতিবেদনে মানুষের সেবায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তাতে বলা হচ্ছে, বিশ্বজুড়ে যত স্বাস্থ্যকর্মী রয়েছে তার অর্ধেকেরও বেশি হলো নার্স।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘নার্সরা হলো যে কোনো স্বাস্থ্য সেবা ব্যববস্থার মেরুদণ্ড। আজ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে অনেক নার্স সামনে থেকে কাজ করছেন। বিশ্বকে সুস্থ রাখতে তাদের যে সাহায্য প্রয়োজন তা পূরণ করা তাই খুব গুরত্বপূর্ণ।

সম্প্রতি তৈরি ওই প্রতিবেদন অনুযায়ী, গোটা পৃথিবীতে এখন নার্সের সংখ্যা ২৮ মিলিয়ন। গত পাঁচ বছরে এই সংখ্যাটা ৪ দশমিক ৭ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। কিন্তু তা স্বাস্থ্য সেবা ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যথেষ্ট নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এই মুহূর্তে বিশ্বের আরও ৫ দশমিক ৯ মিলিয়ন নার্সের প্রয়োজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গোটা পৃথিবী নার্স সংকটে থাকলেও সবচেয়ে বেশি নাজুক অবস্থা কিছু কিছু অঞ্চলে। এরমধ্যে আফ্রিকা অন্যতম। সেখানে নার্স সংকট সবচেয়ে প্রবল। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশেও নার্স সংকট অনেক বেশি।

আরও পড়ুন:  আরও ২৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৭৬৪ জন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১