সিলেটের বার্তা ডেস্ক:: করোনাভাইরাস দেশে ব্যাপক আকার ধারণ করতে পারে এমন আভাস মিলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান। গণভবন থেকে এই ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাসমূহের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।
এসময় প্রধানমন্ত্রী জরুরী সেবাপ্রদানকারীদের জন্য বিশেষ প্রনোদনার ঘোষণা দেন।