আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৭:২৫

ইতালিতে ২৪ঘন্টায় ৬৩৬ জনের মৃত্যু, ফ্রান্সেও বাড়ছে লাশের মিছিল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০, ০৩:৩৭ পূর্বাহ্ণ
ইতালিতে ২৪ঘন্টায় ৬৩৬ জনের মৃত্যু, ফ্রান্সেও বাড়ছে লাশের মিছিল

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ইতালিতে ৬৩৬ জন মারা গেছেন ।

সোমবার (৬ এপ্রিল) আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

জানা যায়, একদিনের ব্যবধানে ১০০ বেশি মানুষ মারা গেছে। রোববার (৫ এপ্রিল) ইতালিতে মৃতের সংখ্যা ছিলো ৫২৫ জন, যা পরদিন সোমবার বেড়ে ৬৩৬ জনে দাঁড়িয়েছে।

তবে নতুন আক্রান্তের সংখ্যা আগের চেয়ে কমেছে। এ পর্যন্ত ইতালিতে মৃত্যু হয়েছে ১৬ হাজার ৫২৩ জনের। যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।

এদিকে করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত হয়ে পড়েছে ফ্রান্স। হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী ওলিভার ভেরান বিষয়টি জানান।

নার্সিংহোমে মারা যাওয়া মানুষের সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত ৮ হাজার ৯১১ জনের মৃত্যু হয়েছে।

 

আরও পড়ুন:  হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীর পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০