সিলেটের বার্তা রিপোর্ট:: সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল থেকে ছিটকে শাহিনা বেগম (৩৯) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট-ঢাকা মহাসড় সংলগ্ন দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনা বেগম দক্ষিণ সুরমা মোমিনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।
দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত নারী তার স্বামীর সঙ্গে সিলেট শহর থেকে নিজ বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙা রাস্তায় মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন স্কুল শিক্ষিকা শাহিনা।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।