সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করোনাভাইরাসে প্রার্দূর্ভাব ঠেকাতে দেশের জনগণকে ঘরে থাকা নিশ্চিতকরণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, মূলত দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই এ বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রীদের দিক নির্দেশনা দেন।
এদিকে, বৈঠকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে টেলিফোনে জানান, করোনা সংক্রমিত এলাকা লকডাউন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ধর্ষণ ও হত্যা মামলা ছাড়া দীর্ঘদিন জেল খেটেছেন এমন আসামিদের মুক্তি দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি।