আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:২১

কামরানের বাসায় দারিদ্র্যদের হাতে খাদ্য তুলে দিল মহানগর যুবলীগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০, ০৫:৩৪ অপরাহ্ণ
কামরানের বাসায় দারিদ্র্যদের হাতে খাদ্য তুলে দিল মহানগর যুবলীগ

সিলেটের বার্তা ডেস্ক:: সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় দারিদ্র্যদের হাতে খাদ্য তুলে দিল সিলেট মহানগর যুবলীগ।

নগরীর ছড়ারপারস্থ তার নিজ বাসভবনে আজ ৬ এপ্রিল, সোমবার বেলা ১২টায় সাবেক মেয়রের ছড়ারপাড়রস্থ বাসায় অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র বদর উদ্দিন কামরান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরসহ সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ।

এসময় সাবেক মেয়র বদর উদ্দিন কামরান বলেন, অনেক মানুষ ঘর থেকে বের হতে পারছেন না, তাদের ঘরে ঘরে গিয়ে সিলেট মহানগর যুবলীগ খাদ্য সামগ্রী দিয়ে আসছেন।

তাদের এই কার্যক্রমকে আমি স্বাগত জানাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সমাজের অসহায় মানুষের পাশে সিলেট মহানগর যুবলীগের সহযোগিতার হাত এখনও অব্যহত রয়েছে। তিনি বলেন, অসহায়দের সাহায্যের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি সমাজের বিত্তশালীদের অসহায়দের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি অপ্রয়োজন বাসা থেকে বের না হওয়ার অনুরোধ করেন। এসময় তিনি করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য মাগফেরাত কামনা করেন।
এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে আমরা সব সময় অসহায়দের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। এই ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি সকল মতভেদ ভুলে সবাইকে অসহায়দের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।
সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, আসুন আমরা সবাই অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। আমাদের একটু সহযোগিতা হয়তো ফিরিয়ে দিতে পারে তাদের পরিবারের মুখে হাসি।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা কয়েছ আহমদ চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা সুলতান মাহমুদ সাজু, এমদাদ হোসেন ইমু, কামরান হক শিপু, আকিল আহমদ, রিমু খান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরও পড়ুন:  ডা. মামুন আল মাহতাব স্বপ্নিল এর রেড ক্রিসেন্টে আগমন উপলক্ষে মতবিনিময় সভা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০