আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, রাত ১০:২০

ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা নূর উদ্দিন আহমদের আর নেই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০, ১১:৩৯ পূর্বাহ্ণ
ইমাম সমিতির সহ সভাপতি মাওলানা নূর উদ্দিন আহমদের আর নেই

মাওলানা নূর উদ্দিন আহমদ। ফাইল ফটো

সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেট মহানগর ইমাম সমিতির সহ সভাপতি ও মদীনা মার্কেট জামে মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিন আহমদের আর নেই ইন্না লিল্লাহি…..রাজিউন)।

রবিবার দিবাগত রাত পৌণে ১টায় তিনি নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আজ বাদ জোহর মদীনা মার্কেট জামে মসজিদে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তাঁর বসেয় হয়েছিল ৬৩ বছর। তিন স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাওলানা নূর উদ্দিন আহমদের বড় ছেলে হাফিজ মাওলানা হোসাইন আহমদ মাসুম জানান, তাঁর বাবা কয়েক মাস থেকে হৃদরোগে ভুগছিলেন। এ জন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। এই অবস্থায় সোমবার রাত ১২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তিনি জানান, তাঁর পিতা ১৯৮৪ সালে সিলেটের রানাপিং আরাবিয়া হোসাইনিয়া মাদরাসা থেকে কওমি মাদরাসার সর্বোচ্চস্তর দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। এরপর তিনি সিলেটের শেখঘাট কলাপাড়া জামে মসজিদ, বরইকান্দি কাজিরখলা জামে মসজিদ, লামাপাড়া বিলপাড় জামে মসজিদ ও সর্বশেষ ২০০৬ সাল থেকে মদীনা মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছিলেন।

মাওলানা নূর উদ্দিন আহমদের পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই গ্রামে। তাঁর পিতা মরহুম ওয়াজিদ উল্লাহ ও মাতা সবজান বিবি। তিনি নোয়রাই মাদরাসাতেও কিছুদিন শিক্ষকতা করেন।

আরও পড়ুন:  সিলেটে সমাবেশের অনুমতি পাবে না জামায়াত, মাঠে নামলে কঠোর ব্যবস্থা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১