সিলেটের বার্তা ডেস্ক:: সবুজবাগের একই পরিবারের ৬ জনের শরীরে করোনার সংক্রমণ সনাক্ত করা হয়েছে।
রাজধানী ঢাকার মাদারটেক নন্দিপাড়ায় একই পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে বাসাটি পুলিশ লকডাউন করে দিয়েছে।
রোববার রাতে (৫ এপ্রিল) সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম রাইজিংবিডিকে বলেন, বৃহস্পতিবার ওই পরিবারের একজন পুরুষ (৬৫) প্রথম পজিটিভ হন। এরপর তার স্ত্রী, দুই মেয়ে ও দুই নাতনি সংক্রমিত হয়েছেন।
আক্রান্ত পুরুষ সদস্য পেশায় একজন সিকিউরিটি গার্ড। এদিকে এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বাড়িটিতে পুলিশি মোতায়েন করা হয়েছে।