সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট শহরতলীর খাদিমপাড়ার দারিদ্র্য পরিবারে মধ্যে চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে।
সিলেট সদর উপজেলা ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ এর ব্যাক্তিগত তহবিল থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দিনমজুর হত-দরিদ্র মানুষদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে ।
তারই প্রেক্ষিতে রবিবার ( ৫ এপ্রিল) খাদিমপাড়া ইউনিয়নে ১৫৬ টি পরিবারে ত্রান বিতরন করা হয়, প্রতিটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে উক্ত খাদ্যসামগ্রী দিনমজুর হত-দরিদ্র মানুষদের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে।
এবিষয়ে চেয়ারম্যান বলেন সরকারের পাশাপাশি এই দূর্যোগময় সনয়ে গৃহবন্দী দিনমজু কর্মহীন মানুষের পাশে আমার সাধ্যমতো সাহায়্য করার চেষ্টা করছি।
পর্যায় ক্রমে তালিকাভুক্তদের বাড়ি বাড়ি সামগ্রী পৌঁছে দেয়ার আশ্বাস দেন তিনি।