আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৫৭

দেড় শতাধিক দারিদ্র পরিবারের পাশে সিলাম জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৬, ২০২০, ১২:০০ পূর্বাহ্ণ
দেড় শতাধিক দারিদ্র পরিবারের পাশে সিলাম জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটি

সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে দেড় শতাধিক হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন সিলাম জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ।

আজ রবিবার (০৫ এপ্রিল) সিলাম ইউনিয়নের পশ্চিমপাড়ায় প্রায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সিলাম জামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটির সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য আবু সাদ জুবেরীর পরিচালনায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, অসহায়দের সাহায্যে সামর্থবানদের এগিয়ে আসতে হবে।

আমাদের সহযোগিতার মাধ্যমে অসহায়দের পরিবারগুলো একটু হলেও স্বস্থির নিঃশ্বাস ফেলবে। আসুন আমরা দরিদ্রদের সাহায্যে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসি। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান। পরিশেষে অপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার পরামর্শ দেন তিনি।

বিশেষ অতিথি ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক অজয় ধর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলাম ইউপি সদস্য সাদিক মিয়া, কয়েছ আহমদ, হালিমা বেগম, আওয়ামী লীগ নেতা নেছার আলী, ইকবাল হোসেন, তুহিন চৌধুরী, রুহেল খন্দকার, মহানগর যুবলীগ নেতা মো. আফজল হোসেন, আকিল আহমদ, দিদারুল ইসলাম, সাবেল আহমদ, সিলাম সমাজকল্যাণ সমিতির সভাপতি শাহ ওলীদুর রহমান, ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা মোস্তাক আহমদ, মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও স্থানীয় গণমান্য বক্তিবর্গও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  জৈন্তাপুরে রেড ক্রিসেন্টের খাদ্য ও হাইজিন প্যাকেট বিতরণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১