আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩৪

সিলেটে প্রথম করোনা রোগী সনাক্ত, লকডাউন বাসা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০, ১০:২২ অপরাহ্ণ
সিলেটে প্রথম করোনা রোগী সনাক্ত, লকডাউন বাসা

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে সনাক্ত করা হয়েছে প্রথম করোনা আক্রান্ত রোগী।

আক্রান্ত ‌ব্যক্তি পেশায় একজন চিকিৎসক এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালের সহযোগি অধ্যাপক।

তিনি সিলেট নগরীর হাউজিং এস্টেট এর বাসিন্দা।

আজ রবিবার (০৫ এপ্রিল) রাত পৌনে ৮টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল।

তিনি বলেন, আমরা নিয়মিত করোনাভা্ইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে ও আইসোলেশনে থাকা রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য রক্তের নমুনা ঢাকায় রোগ তত্ত্ব বিভাগে পাঠাই। তাতে ওই লোকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর ঘটনাটি প্রশাসনকে অবহিত করে বাড়িটি লক ডাউন করা হয়।

এদিকে রবিবার আইইডিসিআর থেকে যে ১৮ জন রোগী সনাক্তের কথা বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ওই রোগী। করোনাভাইরাস আক্রান্তের খবরে সিলেটের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান জানান, আইইডিসিআর গত ২৪ ঘন্টায় যে ১৮ জন কোভিড-১৯ রোগী সনাক্তের কথা বলেছে তার মধ্যে সিলেটের একজন রয়েছেন। তার শরীরে করোনাভাইরাস সনাক্তের পর তার বাসা লকডাউন করে রাখা হয়েছে।

সিলেটে এতোদিন করোনাভাইরাসের কোন রোগী সনাক্ত না হওয়ায় স্বস্তিতে ছিলেন এ অঞ্চলের মানুষ। রবিবার প্রথম রোগী সনাক্ত হওয়ার পর সিলেটের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন:  বিএনপির প্রহসনের নির্বাচনের প্রতিবাদে মহানগর আ.লীগের বিক্ষোভ মিছিল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১