আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:০০

করোনার ভয়ে ইউক্রেনে চলছে গণকবরের প্রস্তুতি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২০, ০৪:১০ অপরাহ্ণ
করোনার ভয়ে ইউক্রেনে চলছে গণকবরের প্রস্তুতি

আন্তর্জাতিক বার্তা:: প্রাণঘাতী করোনার ছোবলে বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

সেই ভয়ে আগে থেকেই গণকবর খোড়া শুরু করেছে ইউক্রেন।

ইউক্রেনের সংবাদ মাধ্যম কিয়েভ পোস্ট জানিয়েছে, সরকারের সহায়তায় খোঁড়া হয়েছে এসব গণকবর।

কিয়েভ পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত ৩ এপ্রিল ৬০০টির মত গণকবর খোঁড়া হয়েছে ইউক্রেনের ডিনিপ্রো শহরে। এছাড়া মরদেহের জন্য কয়েক হাজার ব্যাগও প্রস্তুত রাখা হয়েছে।

শহরটির কর্তৃপক্ষ বলছে, করোনায় মৃতদের জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছেন তারা। এছাড়া এই কর্মকাণ্ডের মাধ্যমে তারা মানুষকে কোয়ারেন্টাইনের বিষয়ে সচেতন করতে চান।
ইউক্রেনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২শ ৫১ জন। মারা গেছেন ৩২ জন।

বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন।

 

আরও পড়ুন:  সিলেটে বেড়েছে মৃত্যু কমেছে শনাক্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০