সিলেটের বার্তা প্রতিবেদক:: আগামিকাল রবিবার বিকেল ৫টার পর থেকে সকল ‘দোকান’ বন্ধ রাখার কড়া নির্দেশ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি)।
সম্প্রতি সিলেটের জনসাধারণ বিনা কারণে রাস্তায় বের হচ্ছে, দোকানপাটে অযথা ভীড় জমাচ্ছেন।
সেই বিষয়টি মাথায় রেখে করোনা প্রতিরোধের লক্ষেই আজ শনিবার সন্ধ্যায় তিনি এ নির্দশনা জারি করেন।
জেলা প্রশাসকের স্মারক (নং-০৫.৪৬.৯১.০০.০৯৯.০১.০০১.২০.০৩) এ জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশে বলা হয়-ওষুধের দোকান ব্যতীত বাকি সকল দোকানপাট বিকেল ৫টার পর বন্ধ থাকবে।