তথ্য ও প্রযুক্তি বার্তা:: করোনাভাইরাস পরিস্থিতিতে যেখানে কর্মহীন মানুষের সংখ্যা বেড়ে গেছে এবং অনেকে ছাঁটাইয়ের আশঙ্কায় আছেন, সেখানে কর্মী নিয়োগের ঘোষণা দিল ফেসবুক।
চলতি বছরে ১০ হাজার কর্মী নিয়োগ দেবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক।
বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে এ তথ্য জানিয়েছেন ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ।
প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক সিএনবিসিকে বলেন, পণ্য ও প্রকৌশল বিভাগের জন্য ২০২০ সালের শেষ নাগাদ বাড়তি ১০ হাজার কর্মী নিয়োগ আশা করছি আমরা।
করোনা পরিস্থিতিতে কর্মী ছাঁটাই হবে না— এমন কোনো প্রতিশ্রুতি স্যান্ডবার্গ দিতে পারেন কিনা? সিএনবিসির সাংবাদিক স্কট ওয়াপনারের এমন প্রশ্নের জবাবে ফেসবুকের প্রধান পরিচালক শেরিল স্যান্ডবার্গ বলেন, সেই আশঙ্কা নেই। উল্টো তিনি নতুন নিয়োগের কথা বলেন।
স্যান্ডবার্গ বলেন, ‘আমরা ভাগ্যবান যে নতুন নিয়োগ দিতে পারব। আর আমাদের প্রয়োজনেই নতুন কর্মী নিয়োগের পথে হাঁটতে হবে’।