আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৩:০৪

এক অটোরিকশায় ছয় যাত্রী!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২০, ১২:১৮ পূর্বাহ্ণ
এক অটোরিকশায় ছয় যাত্রী!

নিজামুল হক লিটন:: সিলেটের দক্ষিণ সুরমার সন্ধ্যাবাজার। মেতরপর্টি গলির ভেতরে রয়েছে সরকারি রেলওয়ের ভূমি। সেখানে জবরদখল করে কতিপয় প্রভাবশালী ব্যত্তি গড়ে তুলেন কলোনি।

আজ শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে ভার্তখলা স্বর্ণালী ৭নং বাসার বাবরের ভাইয়ের সাথে আবুল নামে পুলিশের সোর্স এর হাতাহাতির ঘটনা ঘটে।

সরজমিনে দেখা গেছে, বর্তমানে কোরোনা ভাইরাসের প্রাদূর্ভাব।
জনসাধারণকে ঘরমুখী করতে মাঠে কাজ করছেন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হামলায় শিকার বাবর সিলেটের বার্তাকে জানান, আমি ঘটনার খবর পেয়ে সন্ধ্যা বাজারের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই, আবুলের মা ও বোন এসে আমার ভাইকে হামলাকারীদের হাত থেকে উদ্ধার করতে গেলে তারা আমার উপরও চড়াও হয়ে যায়।

আমার শরিলের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ রয়েছে।

২৬ নং ওয়ার্ডের ভার্থখলা স্বর্ণালী ব্লক বি ৭ নং বাসার বাসিন্দা বাবর হামলাকারী আবুল মারুফ ইয়াবা ব্যবসায় জড়িত। সে ভার্থখলা শফিকের কলোনীর ভাড়াটিয়া।

এ ব্যাপারে দক্ষিণ সুরমা ফাঁড়ির ইনচার্জ শাহিন আহমদ সিলেটের বার্তাকে বলেন,

আমি উভয় পক্ষকে ফাঁড়িতে নিয়ে এসে সমাধান করে দেই।

এএসআই শাহিনকে কোরোনা ভাইরাস থেকে সর্তক অবস্থায় থাকার জন্য সিলেটের বার্তার প্রতিবেদক এক সিএনজি অটোরিকশায় করে ড্রাইভারসহ ৬ জন কতেটা কোরোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য সতর্কতা অবলম্বন?

তা জানতে চাইলে তিনি আর কোন কথা বলতে রাজি হন নি।

আরও পড়ুন:  সিলেটে আরও ৩৭ জনের করোনা শনাক্ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১