লিটন পাঠান, মাধবপুর:: হবিগঞ্জের মাধবপুরে গরীব-অসহায়দের পাশে দাঁড়িয়েছে নো থ্যাংকস সামাজিক সংগঠন।
আহ শুক্রবার (৩.এপ্রিল) সকালে মাধবপুর বাজার থেকে শুরু করে গ্রামের অসহায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ লিটন পাঠান, এবং নো থ্যাংকস সামাজিক সংগঠনের উপদেষ্টা, প্রতিষ্ঠা পরিচালক ও সভাপতি সহ.সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পাদক সহ নো থ্যাংকসের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।
এ সময় নো থ্যাংকসের সদস্যরা অসহায় সুবিধা বঞ্চিত মানুষকে বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সকল মানুষকে, সচেতন করতে হবে এবং সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে এবং মানুষকে নিজের ঘরে অবস্থান হবে তা নাহলে এই মহামারি করোনা ভাইরাস থেকে কেউ বাঁচবেনা এবং আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সমগ্র বিশ্ব আজ দুর্দশায় নিমজ্জিত।
করোনা মহামারীতে বাংলাদেশ বেশ কয়দিন সাধারণ ছুটি চলছে, এ ছুটি আরো বাড়বে বলে আশংকা করা যাচ্ছে। এমতাবস্থায় দেশের নিম্ন আয়ের মানুষ দিনমজুর, ভিক্ষুক, অসহায়, দরিদ্র, মানুষগুলো ঘর বন্ধি সময় পার করছেন। তাদের একটি দিন বেকার কাটলে পুরো পরিবার অসহায় হয়ে পড়ে না খেয়ে দিন কাটতে হয়।