সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটসহ সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০, ১২:২৭ অপরাহ্ণ
সিলেটসহ সারাদেশে বজ্রবৃষ্টির সম্ভাবনা

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটসহ সারাদেশে বজ্র ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে-সিলেট, ময়মনসিং, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস সিলেট সুত্রে জানা যায়, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬°ডিগ্রি আর সর্বনিম্ন ২১°ডিগ্রি সেলসিয়াস (দুপুর ১২টা পর্যন্ত)

তবে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এমনকি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১