সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটসহ সারাদেশে বজ্র ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শুক্রবার (০৩ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে-সিলেট, ময়মনসিং, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস সিলেট সুত্রে জানা যায়, আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬°ডিগ্রি আর সর্বনিম্ন ২১°ডিগ্রি সেলসিয়াস (দুপুর ১২টা পর্যন্ত)
তবে সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এমনকি দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও কোনো সতর্কবাণী নেই এবং সংকেত দেখাতে হবে না।
এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৭ মিনিটে।