আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:২৫

২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১০৪৯জনের প্রাণহানী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০, ০৪:৩৯ পূর্বাহ্ণ
২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে ১০৪৯জনের প্রাণহানী

আন্তর্জাতিক বার্তা:: সারা দুনিয়া আজ কাঁঁপছে প্রাণঘাতী করোনা ভাইরাসে৷ প্রতিদিন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন হাজারো মানুষ।

ইতালি, স্পেনের পর করোনাভাইরাসের মহামারীর নতুন কেন্দ্র হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১০৪৯ জনের মৃত্যু হয়েছে।

মোট মৃত্যু ছাড়িয়ে গেছে ৫ হাজার। দেশটিতে এ পর্যন্ত করোনায় ৫৩ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র এখন পৃথিবীর শীর্ষে- এ সংখ্যা ছাড়িয়েছে দুই লাখ।

এত বিপুলসংখ্যক মানুষকে সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে দেশটির হাসপাতাল ও অন্য সেবা সংস্থাগুলো। কেন্দ্রীয় সরকারের মজুদে থাকা সুরক্ষা সরঞ্জাম ও চিকিৎসা উপকরণও প্রায় শেষ দিকে।

সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘এ মহামারীতে ইউরোপে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি। আমাদের অবস্থার সঙ্গে শুধু ইতালির তুলনাই চলে।’

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী- বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০লাখ ১হাজার ৬৯জন, মৃত্যু হয়েছে ৫১হাজার ৩৭৮জনের।

আর সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ লাখ ৩ হাজার ২৭৪ জন। ইউরোপের দেশ স্পেনে প্রতিদিনই করোনাভাইরাসে মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯২৩ জনের প্রাণ গেছে।

ইতালিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭২৭ জন, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ১৫৫ জন। ফ্রান্সে ২৪ ঘণ্টার মৃত্যু হয়েছে ৫০৯ জনের, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৩২, যুক্তরাজ্যে ২৪ ঘণ্টার মারা গেছেন ৫৬৩ জন, দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯২১ জনে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০