সব শেষ পাওয়া তথ্যে সে সংখ্যা ৫০ হাজার চারশ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। যা প্রতি মুহূর্তেই বাড়ছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষে চীনের উহানে শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগটি বিশ্বের দুইশ ২টি দেশ ও দুইটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি নতুন নতুন অঞ্চলে জাল বিস্তারের পাশাপাশি প্রাণহানি ঘটিয়ে বিভিন্ন দেশকে ‘মৃতু্যপুরীতে’ পরিণত করছে। যার কাছে অসহায় হয়ে পড়েছেন চিকিৎসা বিজ্ঞানীরাও। কারণ এখনও ভাইরাসটির কোনো সফল প্রতিষেধক তৈরি করা সম্ভব হয়নি।
ভাইরাসটি সবচেয়ে বেশি ১৩ হাজার নয়শ মানুষের মৃত্যু ঘটিয়েছে ইতালিতে। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন, সেখানে দশ হাজার মানুষের মৃতু্য হয়েছে। পাঁচ হাজারের বেশি মানুষের মৃতু্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।
অথচ ভাইরাসের শনাক্তস্থল চীনের অবস্থান পাঁচে। কমিউনিস্ট রাষ্ট্রটিতে কোভিড-১৯ রোগে মারা গেছেন তিন হাজার তিনশ ১৮ জন।
করোনাভাইরাসে বিশ্বব্যাপী নয় লাখ ৮৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন দুই লাখের কিছু বেশি।