আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৪৯

আরও ১৮ বাংলাদেশির প্রাণ গেল নিউইয়র্কে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ১০:০০ অপরাহ্ণ
আরও ১৮ বাংলাদেশির প্রাণ গেল নিউইয়র্কে

প্রবাস বার্তা:: প্রাণনাশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় ১৮ বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
এনিয়ে যুক্তরাষ্ট্রে মারা গেলেন মোট ৫৩ বাংলাদেশি।

এদিকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১ হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মারা গেছেন, ৫ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে, ৪৭ হাজার।

এমন পরিস্থিতিতে আশার কথা শোনাচ্ছেন মার্কিন বিশেষজ্ঞরা। বলছেন এ মাসেই করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করা সম্ভব হবে।

এছাড়াও ইতালিতে ১ লাখের বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন, ১৩ হাজারের বেশি মানুষ। স্পেনে একদিনে রেকর্ড ৮৬৪ ও যুক্তরাজ্যে সাড়ে ৫শ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত হয়েছেন, ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রী। ভারতের মুম্বাইয়ে এশিয়ার বৃহত্তম বস্তিতে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। ওই ব্যক্তি যে বাড়িতে থাকতেন, সেখানকার ৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দেশটিতে ১৮শ’র বেশি আক্রান্তের বিপরীতে মারা গেছেন ৪১ জন।

আরও পড়ুন:  সিলেটে ৭ জনের করোনা পজেটিভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১