সিলেটের বার্তা ডেস্ক:: আড়াই হাজার সাবান পেয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
মরণব্যধি করোনা ভাইরাসের সংক্রমন রোধে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের চাহিদার প্রেক্ষিতে বৃহস্পতিবার সিলেট সিটি করপোরেশন আড়াই হাজার পিস সাবান প্রদান করেছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের অনুরোধের প্রেক্ষিতে সিলেট সিটি করপোরেশন সংকটকালীন এই অবস্থায় আড়াই হাজার পিস সাবান প্রদান করা হয়েছে বলে জানান সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
করোনা ভাইরাসের সংক্রমন নিয়ে সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহবান জানান তিনি। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে এই পরিস্থিতিতে ঘরে থাকার পরামর্শও দেন ডা. জাহিদুল ইসলাম।