আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:১৬

বৈশাখের আগেই ‘কাল বৈশাখী’ ক্ষতিগ্রস্থ হবিগঞ্জের শতাধিক বাড়িঘর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ০৯:১৮ অপরাহ্ণ
বৈশাখের আগেই ‘কাল বৈশাখী’ ক্ষতিগ্রস্থ হবিগঞ্জের শতাধিক বাড়িঘর

ক্ষতিগ্রস্থ হবিগঞ্জের শতাধিক বাড়িঘর

লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: চৈত্রের শেষে বৈশাখের আগেই ‘কাল বৈশাখী’ তান্ডব দেখল হবিগঞ্জবাসী।

আজ বৃহস্পতিবার ধূলো ঝড়ে ক্ষতিগ্রস্থ শতাধিক বাড়িঘর।

জেলার মাধবপুর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় উপর দিয়ে বৃহস্পতিবার দুপুরে ঝড় ও শিলা বৃষ্টি বয়ে গেছে।

এতে উপজেলার বিভিন্ন গ্রামে শতাধিক কাচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্হ হয়েছে।শিলা বৃষ্টিতে উঠতি ইরি বোরো ফসল ক্ষতিগ্রস্হ হয়েছে।

দুপুর আড়াইটার দিকে হঠাৎ প্রচন্ড ঝড় ও সাথে শিলা বৃষ্টি শুরু হয়।

আধা ঘন্টা ঝড় ও শিলা বৃষ্টির তান্ডবে উপজেলা সদর সহ, আদাঐর, শাহজাহানপুর, বুল্লা, ছাতিয়াইন জগদীশপুরসহ প্রতিটি ইউনিয়নে আঘাত আনে। এতে শতাধিক কাচা ঘর, ক্ষতি গ্রস্হ হয়।

ঢাকা সিলেট মহাসড়কের পাশে ও বিভিন্ন গ্রামে শত শত গাছপালা ভেঙ্গে গেছে।ঝড়ে অনেক এলাকায় বিদ্যুতের তার ছিড়ে ও কুটি পড়ে বিদ্যুৎ সরবাহ বন্ধ রয়েছে।

পল্লী বিদ্যুৎ বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম জানান,ঝড়ের কারণে প্রায় সব জায়গায় তার ছিড়ে গেছে, খুটি পড়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যু ব্যবস্হা চালু করতে চেষ্টা করছি।

মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআই ও) মাসুদুল ইসলাম জানান,ঝড়ে ক্ষয় ক্ষতির ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে খবর নেয়া হচ্ছে।

আরও পড়ুন:  আখাউড়া-সিলেট রুটে তালাবদ্ধ সাতটি স্টেশন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭