সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে প্রবাসীর মৃত্যু, ‍পরিবার বলছে পেট ব্যথা, লকডাউন পুরো গ্রাম

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২, ২০২০, ০৮:০২ অপরাহ্ণ
সুনামগঞ্জে প্রবাসীর মৃত্যু, ‍পরিবার বলছে পেট ব্যথা, লকডাউন পুরো গ্রাম

সিলেটের বার্তা ডেস্ক:: সুনামগঞ্জের নিজঘরে কোয়ারেন্টাইনে থাকা ওমান ফেরত এক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রবাসীর পরিবার বলছে সকালে তিনি পেট ব্যথা অনুভব করেন।

এই প্রবাসীর মৃত্যুর ঘটনায় লকডাউন করা হয়েছে পুরো গ্রাম।

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন।

সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, ওই ব্যক্তির বয়স ৪৯ বছর। পরিবারের ভাষ্য অনুযায়ী সকাল ৭টায় পেটব্যথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেননি স্বজনরা।

তিনি আরো বলেন, যেহেতু হোম কোয়ারেন্টাইনের সময় পেরিয়ে যাওয়ার পরও ঘরে ছিলেন এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।

দোয়ারা বাজার থানার ওসি আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১৭ মার্চ তিনি ওমান থেকে দেশে ফিরে আসেন। প্রশাসনের নির্দেশে ওই দিন থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন।ওই ব্যক্তি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড পেটে ব্যথা অনুভব করেন। এরপর স্থানীয় একজন পল্লী চিকিৎসক তার শরীরে একটি স্যালাইন পুশ করেন। এর আধাঘন্টা পর মারা যান ওই প্রবাসী।

ওই প্রবাসীর করোনার উপসর্গ ছিল না বলে জানান স্বজনরা। তার পরিবারের লোকজনের দাবি- পেটেব্যথার কারণেই তার মৃত্যু হয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক আবদুল আহাদ ওই গ্রাম লকডাউন ঘোষণা দিয়ে বলেন, প্রবাসীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। বাড়তি সতর্কতার জন্য গোটা এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১