![](https://www.sylheterbarta24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আন্তর্জাতিক বার্তা:: করোনা ও ভাইরাস। দু’টি যমজ সন্তানের নাম রাখলেন মা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেক্সিকোর জেনারেল লা ভিলায় সিটি হাসপাতালে ভর্তি হন আন্নামারিয়া জোসে রাফেল গোঞ্জালেস (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা।
গেল ২৭ মার্চ তিনি হাসপাতালে জন্ম দেন যমজ সন্তানের। একজন পুত্র সন্তান ও অন্যটি কন্যা সন্তান।
করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্তব্ধ। করোনাভাইরাস ঠেকাতে লড়ছে মানুষ। আর সেই কারণে পুত্র সন্তানের নাম রাখলেন ‘ভাইরাস’ ও কন্যা সন্তানের নাম রাখলেন ‘করোনা’।
তিউনিসিয়া নিউমেরিখের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর ওই নারী গর্ভবতী থাকা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আর ২৭ মার্চ রাত ২টার সময় যমজ সন্তানের জন্ম দেন তিনি।
রাফেল গোঞ্জালেস জানান, হাসপাতালের একজন চিকিৎসক মজার ছলেই বলেন, তার একজন কারোনা জোসে মিগুয়েল গোঞ্জালেস নামের একটি মেয়ে ও ভাইরাস জোসে মিগুয়েল নামে ছেলে হয়েছে। যেহেতু আগে থেকে কোনো নাম ঠিক করে না রাখায় চিকিৎসকের দেওয়া নাম পছন্দ হওয়ায় নাম গুলো রাখেন তিনি।