সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ সেট পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) প্রদান করেছেন আটাব চেয়ারম্যন আব্দুল জব্বার জলিল।
আজ বুধবার (১ এপ্রিল) তিনি বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলর মাধ্যমে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেনের কাছে পিপিই হস্তান্তর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. তারেক আজাদ সহ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস রোগ সংক্রমণ প্রতিরোধের নিমিত্ত্বে গঠিত সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।
ব্যক্তিগত উদ্যোগে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালকে পিপিই প্রদান করায় কর্তৃপক্ষ মূল সমন্বয়ক ও দাতাসহ সমন্বয়কারী চিকিৎসকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।