আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, রাত ৪:৩৪

সিলেটে ডিবির হাতে ধরা পড়ল হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়ী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২০, ০৮:২৯ অপরাহ্ণ
সিলেটে ডিবির হাতে ধরা পড়ল হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে ডিবির হাতে ধরা পড়েছেন হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চিমটিবিল গ্রামের মো. ইয়াকুব ছেলে মো. রিপন মিয়া (৩০) এবং একই থানার সুন্দরপুর গ্রামের লাভলু মিয়া ছেলে মো. শামিম (২২)।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতে সিলেটের ওসমানীনগর থানার সাদিপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফখর আটো রাইসমিলের সামনে এক কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়।

জানা যায়, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিন) এর ইনচার্জ আশিস কুমার মৈত্র ও এসআই কল্লোল এর নেতৃত্বে মঙ্গলবার রাতে এ অভিযান দেয়া হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে এ সময় মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য আনুমানিক ২৫ হাজার টাকা। এ ঘটনায় এসআই কল্লোল বাদী হয়ে ওসমানীনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

এব্যাপারে ওসমানীনগর থানায় মাদক আইনে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক।

আরও পড়ুন:  গোয়াইনঘাটে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১