জাহিদুল ইসলামঃঃ সিলেট শহরতলীর খাদিমপাড়ার বেদে পল্লীতে ত্রাণসামগ্রী বিতরণ
করা হয়েছে।
বুধবার দুপুরে বেদে সম্প্রদায়ের মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
খাদিমপাড়া ইউনিয়নের পরগণা বাজারস্থ বেদে পল্লীর প্রতি ঘরে ঘরে গিয়ে তাদের হাতে নৃত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেন চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ।
বিতরণ কালে চেয়ারম্যান বলেন আমি আমার পক্ষে থেকে সাধ্যমতো চেষ্টা করছি এই সংকট ময় সময়ে অসহায় মানুষগুলো পাশে দাঁড়াতে।
আমি ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানবতার সেবায় কাজ করতে ইচ্ছুক ভাইদের দিয়ে স্বেচ্ছাসেবক কমিটি গঠন করেছি। এবং হটলাইন চালু করেছি হটলাইনের মাধ্যমে তালিকাভুক্ত দের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে ।
খাদ্য সামগ্রী বিতরণ উপস্থিত হযরত শাহপরান র. থানার অফিসার ইনচার্জ কাইয়ুম চৌধুরী বলেন, দেশের এই সংকট সময়ে চেয়ারম্যানের এই উদ্যোগে কে স্বাগত জানাই। সত্যিই প্রসংশনীয় ভালো একটি কাজ আমি সকল এলাকার জনপ্রতিনিধি ও সমাজের বৃত্ত বানদের আহবান জানাচ্ছি সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সবাই এগিয়ে আসুন। সবাই সরকার কে সহযোগিতা করেন। করোনা ভাইরাস প্রতিরোধে আইন শৃঙ্খলায় সরকার দেয়া নির্দেশনা মেনে থাকার আহবান জানান তিনি। এসময়ে স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।