নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারের অসহায় আর বেদে সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন মোগলাবাজার থানা পুলিশের সদস্যরা।
থানা পুলিশ সদস্যদের স্ব উদ্যোগে তহবিল গঠন করে অসহায়দের মাঝে তারা খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
আজ বুধবার (০১এপ্রিল) থানা কম্পাউন্ডে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, উপ-কমিশনার (দক্ষিণ) মো. সোহেল রেজা পিপিএম, মোগলাবাজার থানার সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ আখতার হোসেন প্রমুখ।
এ সময় পুলিশ কমিশনার প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা করেন।
আসুন সবাই সতর্ক হই, করোনা (COVID-19) সতর্কতা মেনে চলি। আতংক নয়, দরকার সচেতনতা ও সতর্কতা।