নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর গরীব-দুঃখী, অসহায় আর ছিন্নমূল মানুষের ভালবাসায় তাদের পাশে দাঁড়িয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সড়কের মোড়ে মোড়ে ঘুরে, অসহায়দের দরজায় কড়া নেড়ে তাদের হাতে তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী।
আজ বুধবার (০১এপ্রিল) বেলা ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ও কলোনীতে ৬০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের নিজ উদ্যোগে এসমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পরবর্তীতে এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলো, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি তেল ও ১ কেজি ডাল অর্থ্যাৎ সর্বমোট ১০ কেজি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) তোফায়েল আহমদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) এহসান চৌধুরী, অফিসার ইনচার্জ কোতোয়ালী মডেল থানা মোঃ সেলিম মিঞা।
এছাড়া শহরের প্রতিটি পয়েন্টে, আবাসিক এলাকার প্রতিটি অলিতে গলিতে (COVID-19) সংক্রান্তে মাইকিং করে প্রচারণা ও জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নগরবাসীকে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য অনুরোধ করা হয়।
আসুন সবাই সতর্ক হই, করোনা (COVID-19) সতর্কতা মেনে চলি।
আতংক নয়, দরকার সচেতনতা ও সতর্কতা।