সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনা সংক্রমণের ঝুঁকিতে বালাগঞ্জ, মানা হচ্ছে না সরকারি নির্দেশনা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১, ২০২০, ১১:২৬ পূর্বাহ্ণ
করোনা সংক্রমণের ঝুঁকিতে বালাগঞ্জ, মানা হচ্ছে না সরকারি নির্দেশনা

এম এ কাদির, বালাগঞ্জ থেকে:: মরণব্যধি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে রয়েছে সিলেটের প্রবাসী অধ্যুষিত এলাকা বালাগঞ্জ।

সরকারি নির্দেশনা না মেনে ভীড় বাড়তে শুরু করেছে হাটবাজারে।

উপজেলার বিভিন্ন হাট বাজারে যতক্ষণ আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকে ততক্ষণ মানা হয় প্রাণঘাতী করুনা ভাইরাস প্রতিরোধমূলক সরকারি নির্দেশনা।

একদিকে আইনশৃঙ্খল বাহিনী চলে যাওয়ার সাথে সাথে খোলা হয়ে যায় বন্ধ থাকা সকল দোকানপাট।

বাড়তে থাকে লোকসমাগম।

অটোরিকশাসহ যে সব যানবাহন জরুরি প্রয়োজন ছাড়া চলাচলে নিষেধাজ্ঞা জারি তাও চলাচল করতে দেখা গেছে।

এদিকে ইটভাটাগুলো বন্ধ রাখার নির্দশনা অমান্য করে দলবদ্ধ হয়ে শ্রমিকরা কাজ করছে।

উপজেলা প্রশাসন, পুলিশ, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান বিভিন্ন সময় জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ করেও থামানো যাচ্ছে না হাটবাজারে লোকসমাগম।

সোমবার বিকেলে করুনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরুত্ব বজায় রাখতে কর্মহীন দিন মজুর দারিদ্র পরিবারে সরকারি খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে প্রতি ওয়ার্ডে ইউপি সদস্যদের মাধ্যমে ভোটার আইডি কার্ডের ফটোকপিসহ নাম তালিকা করার নির্দেশনা দেওয়া হয়।

এই ঘোষণার পর থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারের ফটোস্ট্যাট দোকান ও ইউপি সদস্যদের কাছে নিরাপদ দুরুত্ব বজায় না রেখেই লোকসমাগমের উপস্থিতি চোখে পড়ার মতো।

এতে সরকারের লক্ষ্য উদ্দেশ্যের বিপরিত ঘটছে।

অনাকাঙ্ক্ষিতভাবে করুনা ভাইরাস নামক মৃত্যু বার্তা ছড়িয়ে পড়তে পারে সর্বত্র।

চরম ঝুঁকিপূর্ণ অবস্তায় রয়েছে প্রবাসী অধ্যুষিত এই এলাকায় জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়েছেন সচেতন মহল।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১