সিলেটের বার্তা ডেস্ক:: শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সোয়া ২টার দিকে সিলেট নগরীর
শহীদ শামসুদ্দিন হাসপাতালে হাসপাতালে করোনা ইউনিটে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
ডা. হিমাংশু লাল রায় বলেন, ওই কিশোরী করোনার রোগী ছিলেন না। তাকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এ হাসপাতালে পাঠিয়ে দেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে এই হাসপাতালে আনা হয়।
তিনি বলেন, মেয়েটির ক্রণিক রোগী ছিল এবং সে হৃদরোগে (সিসিএফ) আক্রান্ত হয়ে মারা গেছে। নিতান্ত দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় সরকারি অ্যাম্বুলেন্স দিয়ে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং দাফনে আর্থিক সাহায্য করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেছি। তাছাড়া তার করোনার উপসর্গ নেই, যে কারণে পরীক্ষার প্রয়োজন পড়ছে না।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, সিলেট শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে করোনা আইসোলেশন কর্নারে আরও এক নারীসহ চারজন চিকিৎসাধীন। তাদের তিনজনের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। যাদের রিপোর্ট এসেছে তাদের ছাড়পত্র দিয়ে বিদায় দেওয়া হবে।