ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা -ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: বৈশ্বিক মহামারি মরণব্যধি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন আরও দুইজন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫১-তে দাঁড়িয়েছে।
ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৬ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।