আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:৩৭

চাবাগান সিলেটের উৎপাদনমুখী শিল্প: চালু করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২০, ০৩:০৬ অপরাহ্ণ
চাবাগান সিলেটের উৎপাদনমুখী শিল্প: চালু করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক:: চাবাগানকে সিলেটের উৎপাদনমুখী শিল্প উল্লেখ করে তা চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে বেলা ১১টায় ভিডিও কনফারেন্সে দেশের ৬৪ ডেপুটি কমিশনারদের (ডিসি) নির্দেশনা দেওয়ার সময়ে সিলেটের ডিসির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন নির্দেশ দেন।

আজকের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম সিলেটের করোনা পরিস্থিতি অবগত করেন। এসময় তিনি জানান, এতদিন চা বাগানগুলো চালু ছিল।

সিলেটের উৎপাদনমুখী শিল্প হিসেবে এটা চালু রাখা প্রয়োজন। যেহেতু তারা দূরে দূরে থেকে চা পাতা সংগ্রহ করেন এতে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার সুযোগ নেই। শুধু চা পাতা জড়ো করাত সময় শ্রমিকরা দূরত্ব মেনে চলবেন। এ ব্যাপারে জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর পরামর্শ চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সম্মতি দিয়ে বলেন, চা বাগানগুলো খোলা রাখলে সমস্যা হবে না। চা শ্রমিকরা প্রাকৃতিক পরিবেশে কাজ করেন। তারা বিক্ষিপ্ত অবস্থায় চা পাতা সংগ্রহ করেন। তাদের মাস্কের ব্যবস্থা করে কাজে লাগানো যেতে পারে। তারা চা পাতা জমা দেয়ার সময় যেন দূরত্ব মেনে চলেন। এভাবে চা বাগানগুলো চালু রাখা যেতে পারে বলে নির্দেশনা দেন তিনি।

উল্লেখ্য, দেশের ১৬৬টি চা বাগানে রয়েছেন প্রায় দুই লাখ শ্রমিক। এর মধ্যে এরমধ্যে সিলেট বিভাগেই রয়েছে ১৩৮টি বাগান। চা-শ্রমিকদের দুই তৃতীয়াংশই কাজ করে সিলেটের চা-বাগানগুলোতে।

আরও পড়ুন:  করোনায় সিলেটে মৃত্যু বেড়ে ৪৪

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১