ত্রাণের জন্য শিশুকোলে অপেক্ষা করছেন এক মা।ইনসেটে-মাহি উদ্দিন সেলিম। ছবি: সিলেটের বার্তা
নিজামুল হক লিটন:: দিনমজুর-খেটে-খাওয়া মানুষের সাথে লুকোচুরি খেললেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম।
তার বিরুদ্ধে মুখ দেখে ত্রাণ বিতরণের অভিযোগ করেছেন দিনমজুরসহ খেটে-খাওয়া অনেক মানুষ।
অভিযোগ উঠেছে গতকাল (সোমবার) রাতে মুখ দেখে ত্রাণ সংগ্রহের টোকেন বিতরণ করেন তিনি।
ত্রাণের জন্য শিশুকোলে অপেক্ষা করছেন শ্রমজীবী মানুষরা। ছবি: সিলেটের বার্তা
যার দরুণ আজ প্রখর রোদ উপেক্ষা করে কোলে শিশু নিয়ে নারীরা, বয়ো:বৃদ্ধরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পান নি ত্রাণের দেখা। উল্টো সিকিউরিটি কর্তৃক তাদের সাথে করা হয় অসদাচণ।
মঙ্গলবার দুপুরে সিলেট নগরীর রিকাবীবাজারে ত্রাণ বিতরণের আয়োজন করেন মাহী উদ্দিন সেলিম।
এসময় অনেক দরিদ্র মানুষকে মাহি উদ্দিন সেলিমের উপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
ত্রাণের জন্য অপেক্ষা করছেন শ্রমজীবী মানুষরা। ছবি: সিলেটের বার্তা
যা সিলেটের বার্তার ফেসবুক পেইজে লাইভ করা হয়। ভিডিওতে দেখা গেছে অসহায় মানুষ ত্রাণ নিতে এসে মাহি উদ্দিন সেলিমের এই লুকোচুরি খেলায় অসহায়ত্ব যেনো আরো দ্বীগুন বেড়ে যায়।
অনুসন্ধানে জানা গেছে ত্রাণ বিতরণের স্থান থেকে মাহি উদ্দিন সেলিম দ্রুত চলে যান।