আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:০৫

করোনা: ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩১, ২০২০, ১০:৫৭ পূর্বাহ্ণ
করোনা: ভিডিও কনফারেন্সে ৬৪ জেলার খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক:: ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪ জেলার করোনাভাইরাসের পরিস্থিতির খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সকালে গণভবন থেকে তিনি প্রথমে মাদারীপুর ও পরে কক্সবাজার এ ভিডিও কনফারেন্স এ কথা বলেন।

ধারাবাহিকভাবে দেশের বাকি জেলারও খবর নিবেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের কারণে অনেক উন্নত দেশেও অনেক মানুষ মারা যাচ্ছে। অনেকে আক্রান্ত হচ্ছে। সব বিবেচনায় আমরা যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। তাই এটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের আরো সচেতন থাকা দরকার।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়সহ সার্বিক পরিস্থিতি জানতে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, জনসমাগম যাতে না হয়, মানুষ যাতে নিরাপদ থাকে এ জন্য ৭ মার্চের অনুষ্ঠান, স্বাধীনতার অনুষ্ঠান বাতিল করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘পর্যায়ক্রমে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করেছি। সরকারি ছুটি ঘোষণা করেছি। এতে সাধারণ মানুষের জীবন যেন স্তব্ধ না হয়ে যায় সেজন্য ব্যাংক নির্দিষ্ট সময় খোলা, পানি, বিদ্যুৎ, পণ্য পরিবহন সীমিত আকারে সব কিছু চালু রেখেছি।’

আরও পড়ুন:  সুনামগঞ্জে সাবেক মন্ত্রী, এমপিসহ ৯৯জনের বিরুদ্ধে মামলা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০