জাহিদুল ইসলাম:: সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়নে সদ্য চালু হওয়া হটলাইনের সুফল পেতে চলেছেন ইউনিয়নবাসী।
মরনব্যাধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশে চলছে ১০ দিনের সাধারণ ছুটি।
এর কারণে কর্মহীন হয়ে পড়ছেন গরীব, দুস্থ, শ্রমজীবী, অসহায়, দিনমজুর মানুষজন।
এসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ ।
তিনি ইতিমধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ এব ইউনিয়নের বিভিন্ন হাট বাজার পাড়া মহল্লায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম অব্যবাহত রেখেছেন।
গত ২৮ তারিখ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ ইউনিয়ন পরিষদের গৃহবন্দী দিমজুর অসহায় মানুষের চিন্তা করে তাদের বাড়ীতে যাতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যায় সে জন্য তিনি তিনটি হটলাইন চালু করেছেন তার পর থেকেই নাম্বার গুলোতে যোগাযোগ করে
স্বেচ্ছাসেবক দের কাছে নাম নিবন্ধন করেন গৃহবন্দী মানুষ গুলো।
সেই নামের তালিকাভুক্ত মানুষ গুলোর বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন মানবতার সেবায় নিয়জিত খাদিমপাড়া ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে গঠিত স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা।
দেশের এই ক্লান্তিলগনে খাদিমপাড়া ইউনিয়ন বাসীর পাশে দাড়ানোর জন্য প্রসংশায় ভাসাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আফছর।
তার এই উদ্যোগ গুলো বর্তমান পরিস্থিতিতে সর্বমহলে বেশ প্রসংশনীয় হয়ে উঠছে।