সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের সিলামে অসহায়, দুঃখী ও দুস্থদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় আওয়ামী লীগ, সমাজসেবিসহ যুবকরা।
মরণব্যাধি করোনাভাইরাস এর কারণে দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী।
সোমবার দিনব্যাপী ত্রাণবিতরণ কার্যক্রমে অংশ নেন রাজনীবিদ, সমাজসেবিসহ এলাকার যুব সমাজ।
এসময় তারা বিত্তবানদের এগিয়ে আসার আহবানও জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিলাম ইউনিয়নের চেয়ারম্যান ইকরাম হোসেন বক্ত, সিলাম ইউপি আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু ছাঈদ জুবেরী ছাদ, মুজিবুর রহমান মুজিব (মেম্বার), রুহেল খন্দকার, মহানগর যুবলীগ নেতা মো. আফজল হোসেন, সিলাম সমাজ কল্যাণ সমিতির সভাপতি শাহ ওলিদুর রহমান, সহ-সভাপতি ওমর ফারুক ফরহাদ, শাহজাহান আহমদ, সিলাম ইউপি ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ, মোস্তাক আহমদ, ছিদ্দিকুর রহমানসহ স্হানীয় নেতৃবৃন্দ।