সংবাদ বিজ্ঞপ্তি:: মরণব্যধি করোনাভাইরাসে পুরো দেশ আজ থমক দাঁড়িয়েছে।
খেটে-খাওয়া দিনমজুরদের আয়ের মাধ্যমও বন্ধ হয়ে পড়েছে।
করোনাভাইরাসের কারণে দেশে সৃষ্ট এমন সংকটময় পরিস্থিতিতে কর্মহীন ও দিনমজুর মানুষদের মধ্যে ব্যবসায়ীদের সহযোগিতায় নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় চেম্বার বিল্ডিং এর সামনে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দিনমজুরদের মাঝে ত্রাণ বিতরণ করছেন সিলেট চেম্বার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, পরিচালক মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, সিলেট চেম্বারের সদস্য শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম শামীম, মিলওয়ার হোসেন মিলাদ, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক প্রমুখ।