সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

লেবাননে দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ০৮:১২ অপরাহ্ণ
লেবাননে দুই বাংলাদেশি করোনায় আক্রান্ত

প্রবাস বার্তা:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লেবাননে থাকা দুই বাংলাদেশি শ্রমিক।

বিষয়টি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

দুই বাংলাদেশি প্রবাসী আক্রান্তের খবরে আতংক বিরাজ করছে লেবাননে সাধারণ প্রবাসীদের মাঝে। লেবানন প্রবাসী সাইফুল ইসলাম জানান, এতদিন জানতাম কোনো বাংলাদেশি আক্রান্ত হননি। কিন্তু দুইজনের খবর শুনে ভয়ে রয়েছি।

তাদের থেকে যদি অন্য কোনো বাংলাদেশির শরীরে ভাইরাসটি প্রবেশ করে থাকে তাহলে তো আরও অনেকে আক্রান্ত হতে পারে।

এ দিকে লেবানন সরকারের ঘোষিত লকডাউন চলাকালে জরুরি কোনো প্রয়োজন ছাড়া সব প্রবাসীর ঘর থেকে বাইরে না বের হতে অনুরোধ জানিয়েছেন লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সি ও লেবানন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মজুমদার।

করোনাভাইরাসের কারণে তারা সব ধরনের রাজনৈতিক কর্মসূচি স্থগিত রেখেছেন। তবে লেবাননের বাংলা প্রেস ক্লাবসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়াতে নিয়মিত করোনাভাইরাস সচেতনামূলক বিভিন্ন তথ্য প্রচার অব্যাহত রেখেছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ৪৪৬ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন ১১ জন।

১৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত লেবাবন লকডাউন ঘোষণার পর আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় আগামী ১২ এপ্রিল পর্যন্ত লেবাননে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে লেবানন সরকার।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০