আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৬:৪৩

এবার করোনা নিয়ে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মার্চ ৩০, ২০২০, ০৭:৫৪ অপরাহ্ণ
এবার করোনা নিয়ে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী

ভিডিও কনফারেন্সে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী এবার ৬৪ জেলায় একযোগে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন। এর আগে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

আগামীকাল মঙ্গলবার দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে। ৬৪টি জেলার কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সের সঙ্গে সংযুক্ত হবেন। খবর বাসসের।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হল ৪৯ জন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০